জগতপুর উচ্চ বিদ্যালয়

প্রতিষ্ঠিত - ১৯৬৮ ইং


  • প্রতিষ্ঠাতার বাণী
  • মরহুম মনির আহম্মদ মজুমদার

    আজকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার ‍বছরের শ্রেষ্ট বাঙালী জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে। 

    একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে জগতপুর  হাইস্কুল প্রতিষ্ঠা করা হয় ।  

    মাত্র ১৫২ জন ছাত্রছাত্রী নিয়ে এ প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। বর্তমানে প্রায় পাঁচশত  ছাত্রছাত্রী এ প্রতিষ্ঠানে অধ্যয়ন করছে। দেশি-বিদেশি মূল্যবান গ্রন্থসহ প্রায় চার হাজার বই সংবলিত একটি সুবিশাল লাইব্রেরি আছে। যেখানে একসাথে ৫০ জন শিক্ষার্থী বসে অধ্যয়ন করতে পারে। ০৯ জন সুপ্রশিক্ষিত শিক্ষক, ০৭ জন ৩য় ও ৪র্থ শ্রেণির দক্ষ কর্মচারী এবং আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে যুগোপযোগী ও উন্নত মানের উচ্চ শিক্ষা বিস্তারের দায়িত্ব পালন করছে এ প্রতিষ্ঠান।

    সমাজের ব্যাধিরূপে বিবেচিত সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও নকল প্রবণতামুক্ত শিক্ষাঙ্গন হিসেবে এ বিদ্যালয় ঈর্ষণীয় দৃষ্টান্ত স্থাপনে আমি তৃপ্ত।

    কর্তৃপক্ষ, প্রশাসন, শিক্ষক-অভিভাবক, শিক্ষার্থী, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে রয়েছে মধুর ও পারিবারিক সম্পর্ক। এর ক্রমোন্নতিতে নিজেকে জড়িত রাখতে পেরে গর্ববোধ করছি। একুশ শতকের যোগ্য নাগরিক তৈরিতে জগতপুর হাইস্কুল যথাযথ ভূমিকা পালনে সক্ষম হোক, মহান আল্লাহর কাছে এই প্রার্থনা।

  • Developed by  SKILL BASED IT - SBIT