জগতপুর উচ্চ বিদ্যালয়

প্রতিষ্ঠিত - ১৯৬৮ ইং


  • অবকাঠামো
  • জগতপুর উচ্চ বিদ্যালয়টি মুন্সিরহাট ও আমজাদহাট সড়কের দক্ষিণপাশে অবস্থিত । বিদ্যালয়ে বর্তমানে দুইটি পাকা ভবন আছে ও একটি ভবন তৈরি চলমান ও বিদ্যালয়টি নিরাপত্তা বেষ্টনি আছে। বিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য পযাপ্ত টেবিল,চেয়ার আছে।বৈদ্যুতিক সংযোগ থাকায় ২৮টি ফ্যান ও পর্যাপ্ত আলো বাতাস আছে।বিদ্যালয়ে শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ করার লক্ষে সরকার প্রদত্ত সুসজ্জিত  “শেখ রাসেল ডিজিটাল ল্যাব” স্থাপন করা হয়। শিক্ষার্থীদেরকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ করার জন্য জনাব মো: নাজমুল হক এর অক্লান্ত পরিশ্রম প্রশংসার দাবিদার । শিক্ষার্থীদের খেলাধুলা মাঠ আছে।

    সব মিলিয়ে জগতপুর উচ্চ বিদ্যালয়  একটি প্রাচীন সুসম্পুর্ণ বিদ্যালয়।

  • Developed by  SKILL BASED IT - SBIT