জগতপুর উচ্চ বিদ্যালয়

প্রতিষ্ঠিত - ১৯৬৮ ইং


  • লক্ষ্য ও উদ্দেশ্য
  • ফেনী জেলার ফুলগাজী উপজেলার স্বনামধন্য প্রতিষ্ঠান জগতপুর হাইস্কুল জগতপুর হাইস্কুল প্রতিষ্ঠার স্বপ্ন দ্রষ্টা ছিলেন মনির আহম্মদ মজুমদার। এখানে একটি কথা উল্লেখ না করলেই নয়।মনির আহম্মদ মজুমদার ছিলেন এক মহান শিক্ষক ও শিক্ষা অন্তপ্রাণ এক মহৎ ব্যক্তি। 

    জগতপুর উচ্চ বিদ্যালয়" জগতপুরের মানুষের স্বপ্ন সৌধ। ০১/০১/১৯৭৩ সালে নবম শ্রেণী চালু করা হয়। ১৯৭৪ সালে পুনাংগ হাইস্কুল হিসেবে স্বীকৃতি লাভ করে। ১৯৭৫ সালে প্রথম এস.এস.সি. পরীক্ষায় অংশ গ্রহণ করে। এই প্রতিষ্ঠানে প্রতিটি শিক্ষার্থী সঠিক বিদ্যা অর্জন করবে ও উন্নত নৈতিকতা ও মূল্যবোধ গঠন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার লক্ষ্যে নিজেকে নিয়োজিত করার জন্যে প্রস্তুত হবে -এই লক্ষ্যে এই কলেজের বিজ্ঞ শিক্ষক মন্ডলী, অফিস সহকারী এবং অফিস সহায়কগণ নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই কলেজ থেকে শিক্ষা গ্রহণ করে প্রতিটি শিক্ষার্থী দেশ ও দশের সেবায় নিজেকে উৎসর্গ করবে এ মানসে তাদেরকে গঠন করাই আমাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য । 

  • Developed by  SKILL BASED IT - SBIT