জগতপুর উচ্চ বিদ্যালয়

প্রতিষ্ঠিত - ১৯৬৮ ইং


  • প্রধান শিক্ষকের বাণী

রতন লাল গোস্বামী

আমি সর্বপ্রথমে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার দরবারে যিনি আমাদের সৃষ্টি করেছেন। শ্রদ্ধাভরে স্মরণ করছি সেসব শিক্ষা-সরসী উচ্চার চিত্তের বিদ্যোৎসাহী বিদগ্ধ ব্যক্তিদের যাদের শ্রম, ঘাম, মেধা-মনন, আর্থিক সহযোগিতা, আন্তরিক প্রচেষ্টা ও অক্লান্ত প্রয়াসে আজ থেকে ৫০ বছর আগে এ অঞ্চলের জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে আলোকিত স বিনির্মাণের মহৎ উদ্দেশ্যে জগতপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন।

১৯৬৮ সালে প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি এ বিদ্যালয়টি শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে অনন্য বৈশিষ্ট্যের দাবীদার। এলাকার শ্রমজীবী মানুষ থেকে শুরু করে জ্ঞানী-গুনী, শিক্ষানুরাগী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য, পিটিএ ও সর্বস্তরের মানুষের আন্তরিক ও সম্মিলিত প্রচেস্টায় বিদ্যালয়টি আজ একটি স্বনামধন্য প্রতিষ্ঠাননের মজর্দা অর্জন করিয়াছে। শতাব্দী প্রাচীন এ বিদ্যাপীঠ থেকে জন্ম নিয়েছে অনেক উজ্জ্বল নক্ষত্র ও জ্ঞানী-গুনী বরেণ্য ব্যক্তি যারা দেশ ও জাতির কল্যাণে অনন্য অবদানের সাক্ষর রেখেছেন। আমি নিজেকে পরম সৌভাগ্যবান মনে করছি যে এ বিদ্যালয়ের শুভক্ষণে প্রধান শিক্ষকের পদে অধিষ্ঠিত আছি। সর্বোপরি আগামী দিনে এ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আপনাদের সহযোগিতা কামনা করছি

রতন লাল গোস্বামী

প্রধান শিক্ষক

জগতপুর উচ্চ বিদ্যালয়

Developed by  SKILL BASED IT - SBIT