জগতপুর উচ্চ বিদ্যালয়

প্রতিষ্ঠিত - ১৯৬৮ ইং


  • সহকারি প্রধান শিক্ষকের বাণী
  • সহকারি প্রধান শিক্ষক

    আজকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার ‍বছরের শ্রেষ্ট বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে। 

    একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে আনন্দপুর হাইস্কুল প্রতিষ্ঠা করা হয় ।  

    মাত্র ১৮ জন ছাত্রছাত্রী নিয়ে এ প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। বর্তমানে প্রায় চার হাজার ছাত্রছাত্রী এ প্রতিষ্ঠানে অধ্যয়ন করছে। দেশি-বিদেশি মূল্যবান গ্রন্থসহ প্রায় দশ হাজার বই সংবলিত একটি সুবিশাল লাইব্রেরি আছে। যেখানে একসাথে ১০০ জন শিক্ষার্থী বসে অধ্যয়ন করতে পারে। ১৫ জন সুপ্রশিক্ষিত শিক্ষক, ৫ জন ৩য় ও ৪র্থ শ্রেণির দক্ষ কর্মচারী এবং আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে যুগোপযোগী ও উন্নত মানের উচ্চ শিক্ষা বিস্তারের দায়িত্ব পালন করছে এ প্রতিষ্ঠান।

    সমাজের ব্যাধিরূপে বিবেচিত সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও নকল প্রবণতামুক্ত শিক্ষাঙ্গন হিসেবে এ কলেজে ঈর্ষণীয় দৃষ্টান্ত স্থাপনে আমি তৃপ্ত।

    কর্তৃপক্ষ, প্রশাসন, শিক্ষক-অভিভাবক, শিক্ষার্থী, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে রয়েছে মধুর ও পারিবারিক সম্পর্ক। এর ক্রমোন্নতিতে নিজেকে জড়িত রাখতে পেরে গর্ববোধ করছি। একুশ শতকের যোগ্য নাগরিক তৈরিতে আনন্দপুর হাইস্কুল যথাযথ ভূমিকা পালনে সক্ষম হোক, মহান আল্লাহর কাছে এই প্রার্থনা।

    সহ প্রধান শিক্ষক

    জগতপুর উচ্চ বিদ্যালয়

    ফুলগাজী, ফেনী।

  • Developed by  SKILL BASED IT - SBIT